
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টাকার প্রয়োজন আপনার যে কোনও সময় হতে পারে। হাতে সীমিত পরিমাণ টাকা থাকলে ব্যক্তিগত ঋণের প্রয়োজন পড়ে। ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সেই ঋণ প্রদান করে থাকে। কিন্তু সেই ঋণ পাওয়ার ঝক্কি অনেক। বর্তমান যুগে ব্যক্তিগত ঋণ প্রদানের প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে গিয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলিও ঋণ প্রদানের জন্য আকর্ষণীয় সুদের হারের প্রস্তাব দিয়ে থাকে। এর ফলে বেড়েছে ঋণ নেওয়ার ঝোঁকও। ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋণের আবেদন দুই ভাবে করা যায় অনলাইন এবং অফলাইনে। এর মধ্যে কোনটায় লাভ বেশি হয় ঋণগ্রহিতার আসুন দেখে নেওয়া যাক।
বর্তমানে মোবাইল অ্যাপ, ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে বাড়িতে বসেই যে কেউ ঋণের জন্য আবেদন করতে পারেন। ই-কেওইসি এবং ডিজিটাল তথ্য যাচাই প্রযুক্তির ফলে সেই ব্যবস্থা আরও মসৃণ হয়েছে। এর ফলে ব্যক্তিগত ঋণের আবেদন দ্রুত অনুমোদিত হয়। আপনাকে ব্যাঙ্কের কোনও শাখায় যেতে হবে না।
তরুণ প্রজন্ম অনলাইনে ব্যক্তিগত ঋণের আবেদন করার পদ্ধতিকে বেছে নিচ্ছে। অফলাইন পদ্ধতিতে, কেওয়াইসির নথিগুলি অবশ্যই মুদ্রিত আকারে ব্যাঙ্কে জমা দিতে হবে। এ ছাড়াও ঋণের আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মগুলি পূরণ করতে হবে, যার জন্য যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। অফলাইন ব্যক্তিগত ঋণে নেওয়ার প্রাথমিক সুবিধা হল ব্যাঙ্ক প্রতিনিধিদের সাথে দেখা করে তাঁদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। প্রয়োজনে তাঁদের সাহায্যও পাওয়া যায়।
তবে যেখান থেকেই ব্যক্তিগত ঋণ নিন না কেন আগে সেই সংস্থার বিশ্বাসযোগ্যতার বিষয়টি দেখে নেবেন। যদি ব্যাঙ্ক হয় তবে তো চিন্তার কারণ নেই। তবে বেসরকারি প্রতিষ্ঠান হলে একটু যাচাই করে দেখে নিতে হবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা